ভালোবাসা
জিয়াউর রহমান রাব্বি
নিশি রাতে চাদের আলো
বন্ধু তুই থাকিস ভাল
সন্ধা শেষে রাত আসে
তোর স্রতি চোখে ভাসে|
বন্ধু তুই সুখে থাকিস
কষ্ট হলেও আমায় একটু মনে রাখিস
সব ভালোবাসার কষ্ট একরকম না
না কিছু ভালবাসার কষ্ট
মানুষকে বাঁচাতে শেখায়
আবার কিছু ভালবাসার কষ্ট
শুধুই কাঁদাতে শেখায়।
No comments:
Post a Comment