Saturday, 29 August 2015

কবিতা


     ভালোবাসা

জিয়াউর রহমান রাব্বি

নিশি রাতে চাদের আলো
বন্ধু তুই থাকিস ভাল
সন্ধা শেষে রাত আসে
তোর স্রতি চোখে ভাসে|
বন্ধু তুই সুখে থাকিস
কষ্ট হলেও আমায় একটু মনে রাখিস
সব ভালোবাসার কষ্ট একরকম না
না কিছু ভালবাসার কষ্ট
মানুষকে বাঁচাতে শেখায়
আবার কিছু ভালবাসার কষ্ট
শুধুই কাঁদাতে শেখায়।

Sunday, 26 July 2015

রতনপুর আবদুল্লাহ্ উচ্চ বিদ্যালয় - Ratanpur Abdullah High School

রতনপুর আবদুল্লাহ্ উচ্চ বিদ্যালয় এর কিছু দৃশ্য।

ছবি:

রতনপুর কেন্দ্রীয় জামে মসজিদ

রতনপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর দৃশ্য। 

ছবি:

Saturday, 25 July 2015

রতনপুর ব্রিজ এর সন্ধ্যা

রতনপুর - খাগাতুয়া সীমান্তে অবস্থিত ব্রিজ এলাকার সন্ধ্যা বেলার দৃশ্য। 

ছবি: